Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সেবার তালিকা

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের স্থান

০১

ভূমি উন্নয়র কর (Land Development Tax)

তাৎক্ষনিক

Land Development Tax Ordinance, 1976 অনুযায়ী নির্ধারিত

হারে কর/খাজনা আদায় করে সাথে সাথে দাখিল প্রদান করা হয়।

ইউনিয়ন ভূমি অফিস

০২

নামজারী ও জমাখারিজ (Mutation)

সর্বোচ্চ ৩০ দিন

সরকারী ফি ২৫০.০০টাকা। আবেদনের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিয়

ভূমি সহকারী কর্মকর্তা এর নিকট হতে প্রস্তাব প্রাপ্তির পর

নোটিশজারীর মাধ্যমে উভয়পক্ষের শুনানী গ্রহণ করা হয়।

শুনানীর সময় মূল দলিল সহ আনুসাঙ্গিক রেকর্ডপত্র দেখা হয়।

এছাড়া এল.টি নোটিশ প্রাপ্তির সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে নামজারী

করা হয়ে থাকে

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

০৩

পেরীফেরীভূক্ত হাটবাজারের অস্থায়ী একসনা বন্দোবস্ত নবায়ন

০৭ দিন

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদপেনর আলোকে লীজের শর্তভংগ না করতে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক একসনা লীজ নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

০৪

ভি.পি. একসনা বন্দোবস্ত নবায়ন

০৭ দিন

ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার সুপারিশসহ প্রতিবেদনপেনর আলোকে লীজের শর্তভংগ না করেলে নির্ধারিত হারে লীজ মানি গ্রহনপূর্বক নবায়ন করা হয় এবং ডি.সি.আর প্রদান করা হয়।

উপজেলা ভূমি অফিস

০৫

কৃষি খাস জমি বন্দোবস্ত

---

১৯৯৭ সনের কৃষি খাস জমি বন্দোবস্তের নীতমালা অনুযায়ী ভূমিহীনদের মধ্যে উপজেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির মাধ্যমে সবোর্চ্চ ১.০০ একর কৃষি জমি বন্দোবস্তের প্রস্তাব জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির নিকট প্রেরণ করা হয়। জেলা কৃষি খাস জমি বন্দোবস্ত কমিটির অনুমোদন সাপেক্ষে ১.০০ টাআ সালামীতে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেয়া হয়।

 

০৬

অকৃষি খাস জমি বন্দোবস্ত

---

১৯৯৫সনের অকৃষি খাস জমি বন্দোবস্ত নীতিমালা অনুযায়ী বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়। নীতিমালা মোতাবেক অকৃষি খাস জমি বন্দোবস্তের আবেদন প্রয়োজনীয় কাগজপত্র সহ জেলা প্রশাসক বরাবরে দাখিল করতে হয়। ভূমি মন্ত্রনালয়ের অনুমোদন সাপেক্ষে বিধি মোতাবেক সালামী আদায় পূর্বক চূড়ান্ত বন্দোবস্ত কার্যক্রম গ্রহন করা হয়।

ভূমি মন্ত্রণালয়, ঢাকা, জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।

উপজেলা নির্বাহী অফিস

সোনাইমুড়ী

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

০৭

পেরীফেরীভুক্ত হাট বাজারে আধাশতক ভূমি একসনা বন্দোবস্ত

১৫ দিন

আবেদনের প্রেক্ষিতে প্রকৃত ব্যবসায়ীকে নীতিমালা অনুযায়ী একসনা বন্দোবস্ত প্রস্তাব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে প্রস্তাব করা হয়। জেলা প্রশাসক মহোদয়ের অনুমোদনক্রমে নিয়মিত হারে ক্ষতিপূরন/ ইজারা ফি আদায় সাপেক্ষে বন্দোবস্ত প্রদান করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়, নোয়াখালী।

উপজেলা নির্বাহী অফিস সোনাইমুড়ী।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

০৮

বিভিন্ন আদেশের সার্টিফাইট কপি প্রদান (খতিয়ান ব্যতীত)

০৭ দিন

পাঁচ টাকার কোর্ট ফি সংযুক্ত করে উপজেলা ভূমি অফিসে সার্টিফাইট কপির জন্য আবেদন করতে হয়। ফলিও কোর্ট ফির মাধ্যমে সার্টিফাইট কপি সরবরাহ করা হয়।

উপজেলা ভূমি অফিস

০৯

ব্যক্তিগত ভূমি নিয়ে বিরোধ এবং অবৈধ দখল পুনরুদ্ধার

---

একজন বিজ্ঞ আইনজীবির মাধ্য The Specific Relief Act 1877 এর ৮ ও ৯ ধারা মোতাবেক বিজ্ঞ দেওয়ানী আদালতে মামলা দায়ের করতে পারবেন। ফৌজদারী কার্যবিধির ১৪৫ ধারা অনুযায়ী বিজ্ঞ ১ম শ্রেণীর ম্যাজিষ্ট্রেটের আদালতে ফৌজদারী মামলা দায়ের করেও দখল পুনরুদ্ধার করা যায়্

বিজ্ঞ দেওয়ানী আদালত ও ফৌজদারী আদালত।

১০

নালিশী ভূমি সীমানা চিহ্নিতকরন

---

ব্যক্তি মালিকানাধীন সম্পত্তির সীমানা নির্ধারন উপজেলা ভূমি অফিসের কানুনগো/ সার্ভেয়ার দ্বারা করানো হয় না। শুধু মাত্র সরকারী স্বার্থে সীমানা চিহিত করা হয়। তাছাড়া সরকারী সম্পত্তির সীমানা নির্ধারণ করা হয়ে থাকে।

উপজেলা ভূমি অফিস

১১

রেন্ট সার্টিফিকেট মামলা

---

ভূমি উন্নয়ন করের বকেয়া দাবী/ সরকারী পাওনা {Public Demand Recovery Act, 1913} অনুযায়ী আদায় করা হয়।

উপজেলা ভূমি অফিস

১২

সরকারী ভূমির স্বত্ব ও স্বার্থ রক্ষা, সায়রাত মহাল ব্যবস্থাপনা এবং সরকারী খাস ভূমি অবৈধ দখলমুক্ত করা

---

The State Acquisition & Tenancey Act, 1950, The Tenancy Act, 1955 এবং The Survey Act, 1875 সহ বিভিন্ন ভূমি আইনের আলোকে এবং ভূমি মন্ত্রণালয়ের ভূমি প্রশাসন ম্যানুয়াল এবং ভূমি ব্যবস্থাপনা ম্যানুয়ল অনুযায়ী কার্যক্রম গ্রহন করা হয়।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

১৩

তথ্য, পরামর্শ ও অভিযোগ এর জন্য

তাৎক্ষনিক

উপজেলা ভূমি অফিসের ’’তথ্য, পরামর্শ, অভিযোগ ও সহায়তা সেল’’ এ রক্ষিত অভিযোগ রেজিঃ এ অভিযোগ লিপিবদ্ধ করতে পারবেন অথবা, অভিযোগ বাক্সে দরখাস্ত ফেলতে পারবেন। ভূমি সংক্রান্ত যে কোন তথ্য ও পরামর্শের জন্য উপজেলা ভূমি অফিস ও ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ করুন। ভূমি সংক্রান্ত বিষয়ে আপনার যে কোন সমস্যা, অভিযোগ, তথ্য বা পরামর্শের জন্য সরাসরি সহকারী কমিশনার (ভূমি) এর সাথে সাক্ষাত করতে পারবেন।

উপজেলা ভূমি অফিস

ইউনিয়ন ভূমি অফিস

অভিযোগ বাক্স